"যখন আমায় নিঃশেষিত ভাবো
তখন আমি উড়াল দিই হাওয়ায়,
যখন আমায় দ্বীপান্তরী ভাবো,
আমি তখন তোমার ঘরের দাওয়ায়|
___কবি জয়দেব
13/5/2018
হ্যাপি ভ্যালি টিগার্ডেন।
'এক কাপ চা কর' কথাটা শুনতে যতটাই সহজ, চা বাগান ঘুরে এই প্রথম বুঝছিলাম এর পিছনে এফোর্ট কটাখানি!
পুরো এলাকাটা চায়ের গন্ধে অদ্ভুত মাদকতাময় পরিবেশ।
অনেক্ষন চা বাগানের ভিতর বসে সেই গন্ধ বুকের ভিতর ভরে নিচ্ছিলাম। ছবিগুলো জমিয়ে রাখি স্মৃতির ঝাঁপিতে।
তখন আমি উড়াল দিই হাওয়ায়,
যখন আমায় দ্বীপান্তরী ভাবো,
আমি তখন তোমার ঘরের দাওয়ায়|
___কবি জয়দেব
13/5/2018
হ্যাপি ভ্যালি টিগার্ডেন।
'এক কাপ চা কর' কথাটা শুনতে যতটাই সহজ, চা বাগান ঘুরে এই প্রথম বুঝছিলাম এর পিছনে এফোর্ট কটাখানি!
পুরো এলাকাটা চায়ের গন্ধে অদ্ভুত মাদকতাময় পরিবেশ।
অনেক্ষন চা বাগানের ভিতর বসে সেই গন্ধ বুকের ভিতর ভরে নিচ্ছিলাম। ছবিগুলো জমিয়ে রাখি স্মৃতির ঝাঁপিতে।






Comments