একটা ট্রিপ আর তুমি 13/04/2019

তোমার সঙ্গে বেড়াতে যাবো। এই ট্রিপটা শুধু তোমার জন্যে। এইজায়গাটা আমি অনেকবার গেছি। জায়গাটা হল দার্জিলিং ম্যাল থেকে বেশ খানিকটা দূরে...জু তে যাবার একটা শর্টকাট আছে। একটা কলেজ...নাম আমি মনে রাখিনি; জায়গাকে মনে রাখতে হয় ছবির মত করে। সব নাম, সব এড্রেস মনে রাখলে জায়গাটার মাধুর্য হারিয়ে যায়। পরের বার আসলে আমি বেশ স্মৃতি থেকে মিলিয়ে নেব সেই কলেজের ছবি ...তার করিডর...শ্যাওলা পড়া রাস্তা...তারপর পাহাড়ের পাকদন্ডী বেয়ে উঠলেই একটা দোকান। আর সেই দোকানের চিকেন ফালে উইথ ধনে পাতার চাটনি।
এই জায়গাটায় আবার যেতে চাই। সিঁড়িগুলোর গায়ে জমে ওঠা শ্যাওলা, কেন্নোর মত গুটানো ফার্ণের পাতা সব মিলিয়ে নেব তুমি আর আমি। এমনকি দূরের চার্চের চূড়ো আর তার কান ঘেঁষে কাঞ্চনজঙ্ঘা...একবার তোমাকে দেখাতে চাই।
জানো সব রেডি। একটা গাড়ী বুক করেছি। এমনিতে আমি হাটতেই পছন্দ করি কিন্তু তোমার জন্য করলাম। গাড়ীর ড্রাইভার ফোন করেছিল। এক্ষুনি এসে পড়বে। তুমি রেডি। আমিও। আমাদের সাথে যাবে আমার প্রিয় মানুষটিও। সেও রেডি। গাড়ী টা এসে পড়বে যে কোন মুহুর্তে। আমরাও বেরিয়ে পড়ব অপার আনন্দ নিয়ে।

ঠিক এখানে এসেই আবার পিছিয়ে যায় স্বপ্নটা। অনেকটা ক্যাসেট রিওয়াইন্ড করার মত। ড্রাইভার ফোন করেছে। তুমি রেডি হচ্ছ। আমিও। চূড়ান্ত এক্সাইটেড। অনেক কথা বলছো হড়বড় করে। যে কোন মুহূর্তে গাড়ি এসে পড়বে। সবই রেডি।

ড্রাইভার ফোন করেছিল। আমি আর আমার প্রিয় মানুষটি রেডি। তুমিও। খুব আনন্দ হচ্ছে। গাড়ীটা এসে পড়বে ...যে কোন মুহুর্তে... তারপর মিলিয়ে নেব শ্যাওলা মাখা পথ...
আবার সেই ফোন...তুমি রেডি হচ্ছ...

Comments

Popular posts from this blog