#মেঘমালাকে

মেঘলা দিন, রোদের সাথে আড়ি
মেঘের মালায় সতর্কতা জারি
হিসেব বলে জমছে কেবল দেনা
মিটিয়ে নিও, তোমার বিবেচনা

ছুটছি আমি,  হাসির ঝিলিক চোখে
বিষাদগুলোও লুকিয়ে রাখি মেঘে
ঘড়ির কাটায় সতর্কতা জারি
আসবো জেনো, প্লিজ করো না আড়ি

মুঠোয় ভরে রাখবি নাকি সময়?
ভালোবাসায় সবই নাকি সয়!
সারা জীবন ছুটতে হবে জানি
অবসাদের আরেক নাম গ্লানি

মেঘমালায় লুকিয়ে আছে বৃষ্টি
ভাসিয়ে নিও তবেই হবে সৃষ্টি
ভালবাসি। অবাক হচ্ছ বুঝি?
তোমার ছবি আলতো স্নেহে মুছি।

Comments

Popular posts from this blog