11/5/2018











পাহাড়ি রাস্তার বাঁকগুলো অনেকটা আমাদের জীবনের মত। ফেলে আসা প্রত্যেকটা বাঁককে মনে হয় দারুণ সুন্দর ছিল আর সামনেরটাও  ততোধিক সুন্দর হবে। শুধু বর্তমান বেচারা নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস ফেলে।
আজ গেছিলাম যোরপোখরি। সুখিয়াপোখরি অবদি গাড়িতে, আর বাকিটা ট্রেক করে। একটাই কথা মনে হচ্ছিল ... যদি আমায় মারতে চাও এখানে এনেই মেরো। চোখ বন্ধ করার আগে থোকা থোকা মেঘের সারি গিলে নিতে চাই। আর ব্যাকগ্রাউনড মিউজিক দিও "জিনদেগী আরাহা হু মে"🎶🎵। Dear God for next time please give me a chance to choose my birthplace.

Comments

Popular posts from this blog