Posts

অন্য অনিতার ডায়রী

'মন কস্তুরী রে ...জগ দস্তুরী রে...বাত হুয়ি না পুরি রে...'

Image
'মন কস্তুরী রে ...জগ দস্তুরী রে...বাত হুয়ি না পুরি রে...' জায়গাটা খুব ছোট। দুটো ছোট কাঠের পাল্লা দেওয়া জানলা। বাড়িটাও কাঠের। বাড়ী বলতে এককামরার একটা ঘরকে প্লাই দিয়ে পার্টিশন করে দুদিকে দুটো কাঠের ছোট টেবিল। দুটো দুটো চারটে বেঞ্চি দিয়ে ছয় থেকে আটজনের বসার ব্যবস্থা।  বাহুল্য নেই, বিবর্ণতাই এর রূপসজ্জা। লাগোয়া কিচেনে সারি সারি  সসেজ আর ড্রাইমিট  টাঙানো; ঠিক তার নিচেই কাঠের দুমুখো চুল্লী। দাউ দাউ করে আগুন আর তেল মশলার ভাপ উপরের ঝোলানো মাংস গুলোকে ঝলসে দিচ্ছে। ঝুলন্ত সসেজের গা বেয়ে গড়িয়ে পড়ছে চর্বি গলা তেল। মেনু কিন্তু খুব সিম্পল। সসেজ ফ্রাই, ড্রাইমিট ফ্রাই, চাউমিন অথবা ফ্রায়েড রাইস আর কখনও সখনো মোমো। দোচালা বাড়িটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল চালের কিছুটা অংশ কাঁচের। ঘষা কাঁচের মধ্যে দিয়ে ভোরের আলো থেকে গোধূলী সবই হুইস্কির গ্লাসে রিফ্লেক্ট করবে। জানলা দিয়ে তাকালেই চোখে পড়বে একটা পিচরাস্তা ঝিম মেরে পড়ে আছে। লোকজন নিজস্ব লয়ে দৈন্দিনকার কাজকর্মে ব্যস্ত। রাস্তার গায়ে সারি দিয়ে ছোট ছোট দোকান। তার পরেই বিশাল খাদ। সেই খাদের গা বেয়ে ধাপে ধাপে নিচে নামলেই একটা পাহাড়ী বসতি। মাঝ...
https://m.facebook.com/story.php?story_fbid=178361176660101&id=100034586585103&sfnsn=scwsctacmo

ছিনেজোঁক, নাক্কাটি, অসম

https://photos.app.goo.gl/Q7SfXsMRVhRSgEUz7

নাক্কাটি পাহাড়, আসাম

https://photos.app.goo.gl/Vu5bTCo47Y7nLop57

অবিশ্বাস

https://m.facebook.com/story.php?story_fbid=2417212948605515&id=100009505003846&sfnsn=scwspmo

handmade jewellery, sari, home decor item sell on Beyond Barriers - Classified Ad

handmade jewellery, sari, home decor item sell on Beyond Barriers - Classified Ad

অসমাপ্ত দিনলিপি

Image
বাইপাসের রাস্তার মাঝ বরাবর একটা কন্সট্রাকশনের কাজ চলছে।  কাজ অবশ্য বহু বছর ধরেই চলছে তবে রোজকার আসা যাওয়ার পথে বিষয়টা কেমন গা সওয়া হয়ে গেছে।  আজ হঠাৎ বাসের জানলা দিয়ে তাকিয়ে এই অর্ধসমাপ্ত কংক্রিটের জগদ্দলটাকে মনে হল একটা পঙ্গু সরীসৃপ রাস্তার মাঝে মুখ থুবড়ে পড়ে আছে। মেঘলা ভোরে পুরো দৃশ্যটা কেমন যেন সেতারে তোলা অসমাপ্ত ভৈরবী। যদিও এখন খুব ভোর নয়, সাড়ে ছটা বেজে গেছে। সমাপ্তির মনে পড়ল ছোটবেলায় রেডিও তে একটা গান খুব বাজতো, ভোরের দিকেই বাজতো  জাগো মোহন প্যারে নবযুগ চুমে নয়ন তিহারে ...........…....................... কিরণে পড়ি গাঁগরী ছলকায়ে জ্যোত কা প্যাসা  পিয়াস বুঝায়ে ফুল বনে মন কে অঙ্গারে এতটা গুনগুনিয়ে নিজেই অবাক হয়ে গেল; আজকাল কিছুই মনে থাকে না অথবা মনে রাখতে চায় না। এই যে জগদ্দল পর্বতটি যে কোনদিন সচল হয়ে উঠে শহরের বুক চিড়ে আলো আর গতিময়তায় নিজের অস্তিত্বের অস্থির উপস্থিতি জানান দেবে , সেটি আসলে কি তৈরী হচ্ছে ! উড়ালপুল না মেট্রোর লাইন? অনেক্ষন ভ্রূ কুঁচকে বসে থাকতে থাকতে আরেকটা লাইনও মনে  পড়ে গেল  'জগ উজিয়ারা ছায়ে,  মনকা অন্ধেরা যায়ে, কিরণওকে...

অনিশ্চয়তাই জীবন

Image
আজকে নিয়ে পাঁচদিন হল এখানে কারেন্ট নেই। কাছের হেল্থ সেন্টারে জেনেরেটর চালিয়ে কোনমতে কাজ চালাচ্ছে। এই জায়গাটার ভৌগলিক অবস্থান বুঝানো আমার মত পন্ডিতের পক্ষে একটু কঠিন। জায়গাটার নাম চাপড়; বরপেটা আর ধুবরীর মাঝামাঝি। ধুবরী টাউন থেকে তিন ঘন্টার দূরত্ব । চারিদিক পাহাড় আর গোটাকতক নদীতে ঘেরা। হাতিপোতা জায়গাটা এই চাপড় থেকে ঘন্টা দেড়েকের দূরত্ব। বেশ কিছু খরস্রোতা নদী আর পাহাড়ে মিলে একটা মনোরম পরিবেশ। গত কয়েকমাসে এখানে আসার সময় বাসে উঠে হাতিপোতা আসলে মোবাইল বাগিয়ে রেডি হয়ে থাকতাম। এবারও 16ই জুলাই বাসে বসে অপেক্ষায় ছিলাম। নদীর জল ফুঁসতে ফুঁসতে রাস্তায় উঠে এসেছে। বাস মোটামুটি কোমর জলে স্রোত ঠেলে পার হচ্ছে। সেটাই ছিল শেষ বাস ধুবরী থেকে চাপড় আসার।  আমার কাজের এলাকাটা চারটে GP নিয়ে। ধীরেচর তরঙ্গা, বারানিতারা, ফলিমারি, বহুলপুর।  চারটে গ্রামেই জলের তলায়। মানুষ গরুবাছুর নিয়ে রাস্তায় উঠে এসেছে। মূলতঃ চাপড় মেইনরোডের ধারে প্লাষ্টিক টাঙ্গিয়ে বাথরুম ইত্যাদির ব্যবস্থা। সামনের স্কুলে শপাঁচেক মানুষ আশ্রয় নিয়েছে। ত্রাণ এসেছে চাল, ডাল সেরিল্যাক্স। গতকাল সন্ধ্যেবেলা গেছিলাম। :ও মেডাম খবরের কাগজ থেকে আসছ...